চাঁদপুর জেলা যুব সংহতির উদ্যোগে ইফতার ও দোয়া

চাঁদপুর:  চাঁদপুর জেলা যুব সংহতির আয়োজনে কোরআন খতম, দোয়া ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার (২৪ মার্চ) বিকালে শহরের গনি মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুব সংহতির সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক ও জেলা যুব সংহতির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা নিঝুম পাটওয়ারী।

জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম দেওয়ান স্বপন, পৌর জাতীয় পার্টির আহবায়ক শাহআলম মিজি, জেলা শ্রমিক পার্টির আহবায়ক নান্নু ভূঁইয়া, জেলা যুব সংহতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সেলিম শেখ, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক গাজী, প্রচার সম্পাদক মো. মাহবুব খান প্রমূখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. রাকিব মাঝি।

এসময় সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদসহ দলের বিভিন্ন নেতাকর্মীর রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে জাতীয় পার্টি, জেলা যুব সংহতিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম