
চাঁদপুর: সমৃদ্ধির পথে এগিয়ে চলার বাঙালির বাতিঘর, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র ৭৫ তম জন্মদিন চাঁদপুর জেলা যুবলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এদিন বিকেলে ৪ টায় শহরের হাজী মহাসীন রোডস্থ জেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা,ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় জেলা যুবলীগ সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, সালাউদ্দিন মোহাম্মদ বাররের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু পাটওয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ঝন্টু দাস, জেলা যুবলীগের সদস্য নাজমুল পাটোয়ারী, লিলু হাওলাদার , সোহাগ পাটোয়ারী, নাছির পাটওয়ারী, রিপন ভদ্র জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু ,সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুর জামান পাটওয়ারী, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবুবকর ছিদ্দিক, যুবলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হোসাইন মাহমুদ হোসেন, সদর উপজেলা যুবলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, কামাল বকাউল যুবলীগ নেতা এডভোকেট খালেদ মোশাররফ ,সায়েম খান প্রমুখ।
এদিকে শহরের গুনরাজদি সাতআনী পাটোয়ারী ভাড়ী জামে মসজিদের বাদ জোহর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু পাটোয়ারী’র উদ্যোগে বিশেষ মিলাদ মাহফিল ও শতাধিক এতিমের দুপুরের খাবারের আয়োজন করেন এসময়ে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মোঃ বাবর যুগ্ম আহবায়ক, ঝন্টুসহ যুবলীগ নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/