চাঁদপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল 

যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ সভাপতি নূরুল ইসলাম নয়ন আটকের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করে জেলা যুবদলের নেতৃবৃন্দ।
চাঁদপুর: যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ সভাপতি নূরুল ইসলাম নয়ন আটকের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
রোববার (৪ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির সভাপতির বাসভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে  সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম। তিনি বলেন,আজকে দেশ একটা সংকটময় মুহূর্তে রয়েছে । আপনাদের যুবদলের সভাপতি ও সহ-সভাপতি  আটক হয়েছে কিন্তু আপনারা যেভাবে প্রতিবাদ জানিয়েছেন সেটা আমার পছন্দ হয়নি।যুবদলের প্রতিবাদ হতে হবে কঠিন  প্রতিবাদ।।আগামী দিনে কঠিন সময় আসছে আমার বিশ্বাস এই যুবদল যদি  শক্তি প্রদর্শন করে তাহলে আগামী ১০ তারিখের সমাবেশ সোহরাওয়ার্দীতে নয় সমাবেশ হবে পল্টনে।আপনাদের আরো কঠিন ভাবে সংগঠিত হতে হবে।
তিনি বলেন, এরশাদের বিরুদ্ধে ছাত্র সমাজ আন্দোলন করেছে।সেসময় পুলিশ গুলি করে অনেককে হত্যা করেছে তাদের মধ্যে চাঁদপুরের রাজুও নিহত হয়েছে। গতকাল তার প্রতি শ্রদ্ধা জানানোর সময়  শপতবাক্য পাঠ করানোর সময় করলেজের অধ্যক্ষ অসিত বরন দাস বলেন বিএনপিকে প্রতিহত করবে।আমি বলতে চাই বিএনপিকে প্রতিহত করার তুমিকে। আমরা বলতে চাই সরকার যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে এই ছাত্র সমাজ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে।
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার।এসময় জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম