চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের পরিচিতি সভা

চাঁদপুর: চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ ) বিকাল ৫ টায় আয়োজিত সভায় আহবায়ক অধ্যাপিকা মাসুদা নূর খানম এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক অধ্যাপিকা মেরিনা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ জে, আর ওয়াদুদ টিপু।‌

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক এডভোকেট রনজিত রায় চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মিল্টন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শিপ্রা দাস, সাধারণ সম্পাদক খালেদা বেগম, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা বেগম। এছাড়াও বক্তব্য রাখেন, সালমা বেগম, জাহানারা ইমাম, ফেরদৌসী বেগম, সাহিদা আক্তার, আসমা আক্তার, নাজমুন নাহার অনি ও লায়লা বেগম প্রমুখ।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম