চাঁদপুর জেলা বিএনপির সম্মেলনের উদ্ধোধন

চাঁদপুর: চাঁদপুর জেলা বিএনপির সম্মেলন উদ্ধোধন হয়েছে।

সদর উপজেলার নানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার (২ এপ্রিল ) সকালে সম্মেলন উদ্ধোধন করেন প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া।

চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাঈদ সহ অনান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন>>উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে চাঁদপুর জেলা বিএনপির সম্মেলন

আরও পড়ুন>>চাঁদপুর জেলা বিএনপির সম্মেলন কেন্দ্রে স্লোগান ছাতা ও মাছ

সম্মেলন স্থলে জাতীয় সংগীত ও বিএনপি দলীয় সংগীত ও পায়রা উড়ানোর মাধ্যমে সম্মেলন উদ্ধোধন করেন অতিথিবৃন্দ। সম্মেলনে উপস্থিত রয়েছেন চাঁদপুর জেলা ও উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াছিন ইকরাম | ফোকাস মোহনা.কম