চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট নির্বাচনে ২২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

চাঁদপুর : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচন আগামী ১১ মার্চ (শনিবার)। নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের তারিখ ছিল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি)।

এই দিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার বাদল মজুমদারের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। খুবই আনন্দঘন পরিবেশে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড অনলাইন নিউজ পোর্টাল ‘ফোকাস মোহনা.কম’ কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহের কাজ সম্পন্ন হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্ধারিত ১৫ পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেন ২২জন প্রার্থী।

এর মধ্যে সভাপতি পদে এমএ লতিফ ও গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী ও অভিজিৎ রায়, সহ-সভাপতি (১) পদে কেএম মাসুদ ও কবির হোসেন মিজি, সহ-সভাপতি (২) পদে এমএম কামাল ও এসএম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক (১) পদে মাজহারুল ইসলাম অনিক ও আশিক বিন রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক (২) শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে আবদুর রহমান ও সাইদ হোসেন অপু, কোষাধ্যক্ষ পদে মুহাম্মদ আলমগীর হোসেন ও কেএম সালাউদ্দিন, দপ্তর সম্পাদক সজিব খান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ বাদশা ভুঁইয়া ও শাহরিয়ার খান কৌশিক, সদস্য পদে শেখ আল মামুন, চৌধুরী ইয়াসিন ইকরাম ও সাইফুল আজম।
নির্বাচন পরিচালনা কাজে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার বাদল মজুমদার, নির্বাচন কমিশনার মো. মাসুদ আলম ও এম আর ইসলাম বাবু।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ একই স্থানে আগামী ২ ও ৩ মার্চ বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম