চাঁদপুর জেলা পরিষদের ৩ হাজার ৬৮৯টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন

ফাইল ছবি।

চাঁদপুর: চাঁদপুর জেলা পরিষদ ২০১৬-২০২০ অর্থ বছর পর্যন্ত ৩৬৮৯টি প্রকল্প বাস্তবায়ন করেছে। এতে এডিপি ও রাজস্ব থেকে ৭৩ কোটি ৯৯ লাখ ৯২ হাজার ৫৫ টাকা ব্যয় হয়েছে। এসব কাজের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন, প্রত্যেক উপজেলায় স্বাধীনতা স্তম্ভ নির্মাণ, বঙ্গবন্ধু গেট, শিক্ষা প্রতিষ্ঠানের সংযোগ সড়ক, চাঁদপুর জেলা সীমানা প্রাচীর, শিক্ষাবৃত্তি ও অনুদান, ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন, শিশু পরিবার ও মুখ বদির বিদ্যালয়ের শিশুদের জীবন মান উন্নয়ন, ছোট ছোট সড়ক উন্নয়ন, দরিদ্র জনগোষ্ঠী নারী-পুরুষের মাঝে সেলাই মেশিন, রিকশা ও ভ্যানগাড়ী বিতরণ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ।

এছাড়াও বড় প্রকল্পের মধ্যে বর্তমানে ২৩ কোটি টাকা ব্যয়ে হাজীগঞ্জে মার্কেট নির্মাণ কাজ শেষ হওয়ার পথে। এছাড়াও স্থানীয় সরকারের মাধ্যমে চাঁদপুর প্রেসক্লাব ভবন নির্মাণ উন্নয়নে ৪০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ওসমান গণি পাটওয়ারী বলেন, তিনি ২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর শপথ শেষে মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিয়েছেন অর্থাৎ সাধারণ মানুষের খুব কাছাকাছি গিয়ে সেবা প্রদান করা। সেই কাজগুলোই গত প্রায় ৫ বছর করা হয়েছে। তিনি আরো বলেন, জেলা পরিষদের জন্য সরকার যে অর্থ বরাদ্দ প্রদান করেন তা সীমিত। বরাদ্দ আরো বাড়ানো প্রয়োজন। তাহলে সেবামূলক কাজের পরিধি আরো বাড়ানো যাবে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম