চাঁদপুর: চাঁদপুর জেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এর সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
এতে চাঁদপুর জেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এর সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব কামরুল হাসান।
সঞ্চালনায় ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম সদস্য সচিব বশির আহমেদ।
সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, সিভিল সার্জন ডাঃ মো. শাহাদাৎ হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রকিবুর রহমান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শওকত আহমেদ মজুমদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবির, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়ের হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী, জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক রজত শুভ্র সরকার, জেলা শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
সভায় পরিপত্র-৯ এর আলোকে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের দায়িত্ব ও কর্মপরিধি বণ্টন করা হয়।
ফম/এমএমএ/