চাঁদপুর : আসন্ন জাতীয় যুব সংহতির চাঁদপুর জেলা শাখার সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরে জেলা জাতীয় যুব সংহতির কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় যুব সংহতির সদস্য মো. সালাউদ্দিন আহমেদ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুব সংহতি চাঁদপুর জেলা শাখার আহবায়ক গোলাম মোস্তফা নিঝুম পাটওয়ারী।
পৌর যুব সংহতির সদস্য সচিব মো. ফারুক হোসেন আকাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম-আহবায়ক নাজমুল হোসেন গাজী, যুগ্ম-আহবায়ক আব্দুর রহমান ভূঁইয়া, সেলিম শেখ, সদর উপজেলা যুব সংহতির আহবায়ক রফিকুল ইসলাম চান্দু, সদস্য সচিব হারুন গাজী, পৌর যুব সংহতির আহবায়ক দ্বীন ইসলাম সরদার, লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন যুব সংহতির আহবায়ক মোহাম্মদ আলী ফারুক, চান্দ্রা ইউনিয়ন যুব সংহতির আহবায়ক মো. সেলিম শেখ, ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজ শেখ, ফরিদগঞ্জ উপজেলা যুব সংহতির আহবায়ক আনোয়ার হোসেন বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/