
চাঁদপুর: আগামী ৬ সেপ্টেম্বর জন্মাষ্ঠমী উৎসব উদযাপনের লক্ষে চাঁদপুর জেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের এক পূর্ব প্রস্তুতি সভা শহরের নতুনবাজারস্থ শ্রীশ্রী গোপল জিউড় আখড়ায় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ আগষ্ট) বিকেলে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র সাহা।
জেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কার্তিক সাহার পরিচালনায় আরও বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি গোপাল সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, পৌর কমিটির সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, ঘোষপাড়া মন্দির জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের পক্ষে জুয়েল কান্তি নন্দী, জেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক মানিক সূত্রধর, অর্থ সম্পাদক মলয় সরকার, শ্রীশ্রী গোপাল জিউর আখড়ার সহ সভাপতিচির রঞ্জন রায়, পুরনাবাজার দাসপাড়া দূর্গা মন্দিরের পক্ষে মৃদুল দাস, দাসপাড়া শিব মন্দির জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি শাওন দাস, স্বর্নখোল হরিজন কলোনীর পক্ষে খোকন দাস, রেলওয়ে হরিজন কলোনীর পক্ষে জনি দাস, পুরানবাজার পাল পাড়া জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমীর পাল, পুরানবাজার হরিজন কলোনীর রনি দাস।
বক্তারা বলেন, আগামী ৬ সেপ্টেম্বর রাষ্ট্রীয় পর্যায় থেকে ভগবান শ্রী কৃষ্ণের আর্বিভাব দিবস জন্মষ্ঠমী উদযাপন করা হবে। সেদিনেই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রটি বিকেল বেলা হলে ভাল হয় কারন দিবসের প্রথমভাগে সকলের কাজ থাকে। সুন্দরভাবে শোভাযাত্রা করতে পারে সেজন্য সকল মন্দিরের প্রতি একটু সুদৃর্ষ্টি রাখবেন বিশেষ করে যে মন্দিরকমিটি একটু দুর্বল। জন্মাষ্ঠমী উপলক্ষে সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ থাকে তা যেন সকল মন্দিরে সমানভাবে বন্টন করা হয়। এবছর নির্বাচনের মৌসুম, শহরের বাহির থেকে অনেক মন্দির র্যালিসহ অংশগ্রহন করবে তাই নিরাপত্তার বিষয়টির প্রতি লক্ষ্য রাখার জন্য বিশেষভাবে মতামত প্রকাশ করেন।
ফম/এমএমএ/