চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গনে বৃক্ষরোপন করলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন

চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গনে বৃক্ষরোপন করছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন। ছবি: ফোকাস মোহনা.কম

চাঁদপুর: চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গনে বৃক্ষরোপন করলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন।

চাঁদপুর বিচার বিভাগ পরিদর্শন উপলক্ষে স্মারক বৃক্ষ রোপন কর্মসূচি হিসেবে রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলা জজ আদালতের সামনে বৃক্ষ রোপনসহ ফলক উম্মোচন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ শামসুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ (১) শাহেদুল করিম, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরীসহ জেলা জজশীপের বিচারকসহ আইনজীবীরা।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম