চাঁদপুর জেলা গণফোরামের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গণফোরাম চাঁদপুর জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা সভাপতি এডভোকেট সেলিম আকবর।
চাঁদপুর: গণফোরাম চাঁদপুর জেলা শাখার আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বাদ আসর চাঁদপুর এলিট চাইনিজ রেস্টুরেন্টে এ আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সাংবাদিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং জেলার শীর্ষ আলেম-ওলামা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণফোরাম কেন্দ্রীয় প্রেসিডিয়াম নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা সভাপতি এডভোকেট সেলিম আকবর।
তিনি বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে এদেশে রাজনীতি করতে দেয়া যাবে না। জুলাই বিপ্লবে আমাদের সন্তানদের যারা গণহত্যা চালিয়েছে, শেখ হাসিনাসহ সে সকল অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, আমরা চাইনা এমন কোন রাজনৈতিক দল আর ক্ষমতায় আসুক, যারা জনগণকে শোষণ করবে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করবে। আমরা মনে করি, আমাদের দেশের সম্পদ কাজে লাগাতে হবে। আসুন রমজান মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশকে ইসলামের আলোকে, সততার সাথে কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলি। ফিলিস্তিনের যুদ্ধ সম্পর্কে এই শ্রমিক নেতা বলেন, আন্তর্জাতিক নিয়ম-নীতি উপেক্ষা এবং যুদ্ধ বিরতি প্রত্যাখ্যান করে ইহুদীরা ফিলিস্তিনে বর্বরোচিত হামলা চালাচ্ছে। আমরা আহ্বান জানাবো মুসলিম সম্প্রদায়ের প্রতি, জাতিসংঘের প্রতি অবিলম্বে এ হামলা বন্ধ করার উদ্যোগ গ্রহণ করুন। বাংলাদেশের অন্তর্ভুক্তি সরকারকে বলব আপনারা রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করুন। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। আমাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এর সর্বোচ্চ প্রতিবাদ জানানো।
চাঁদপুর জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, ইসলামী আন্দোলন বাংলাদেশ
কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন, জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, বিশিষ্ট সমাজসেবক শাহ মোহাম্মদ জাহাঙ্গীর, চাঁদপুর খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদ চাঁদপুর জেলা সভাপতি এডভোকেট বিনয় ভূষন মজুমদার, জাতীয় নাগরিক পার্টির সংগঠক এডভোকেট সালেহ আহমেদ, জেলা গণআধিকার পরিষদের আহ্বায়ক মাহমুদুল হাসান।
আলোচনা সভা শেষে ইফতারপূর্ব দোয়া ও মোনাজাতে দেশ এবং দেশের মানুষের কল্যাণে মহান আল্লাহর দরবারে দোয়া করেন পাটোয়ারী বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাও. আব্দুস সালাম।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম