চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের রিটার্নিং অফিসারের পদ থেকে তরিকুল ইসলামকে অব্যাহতি 

চাঁদপুর: চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলামকে  জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের রিটার্নিং অফিসারের পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রসাশক অঞ্জনা খান মজলিশ।
বুধবার (১৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এ আদেশ প্রদান করেন।
এ বিষয়ে ক্রীড়া অফিসার তরিকুল ইসলামের সাথে আলাপকালে তিনি জানান, আমাকে কার্যনির্বাহী কমিটির সদস্য করে প্যানেল জমা দেওয়া হয়। বিগত দিনেও এ ভাবেই করা হয়েছিল যে ক্রীড়া অফিসার পদাধিকার বলে সদস্য হিসেবে থকতে পারে। কিন্তু বাদ সেজেছে আমাকে রির্টারনিং অফিসার হিসেবে দায়িত্বে থেকে কোন পদে নির্বাচন করা যাবেনা। এ নিয়ে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। যা উর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি গোচর হয়েছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে রির্টানিং অফিসারের নাম পরে জানানো হবে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে নতুন করে তফসিল ঘোষণা করবেন নতুন রিটার্নিং অফিসার।
উল্লেখ্য, চাঁদপুরে আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন। ১২ এপ্রিল মঙ্গলবার নির্বাচনে ৩২ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন। নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নীং কর্মকর্তা জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম একটি প্যানেলে সদস্য পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এছাড়া তিনি নিজে ঐ প্যানেলের কাগজে রিটার্নীং অফিসার হিসেবে সীল ও স্বাক্ষর প্রদান করেন।
তবে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বে থেকে কোন পদে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।
ফম/এমএমএ/

মিজান লিটন | ফোকাস মোহনা.কম