
চাঁদপুর: চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন কার্যনির্বাহী পরিষদ গঠনকল্পে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে সকাল ১১ টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনী আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
নির্বাচন উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনকে আহবায়ক কওে ৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা দেন জেলা প্রশাসক। অন্য ২ জন সদস্য হলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম ও পুলিশ সুপারের প্রতিনিধি।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমতিয়াজ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীঢ়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
সভায় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অঞ্জনা খান মজলিস জেলা ক্রীঢ়া সংস্থার আয় ব্যায়ের হিসেব জানতে চাইলে উপস্থিত ক্রীড়া সংস্থার কোষাদক্ষ সুভাষ চন্দ্র রায় কোনো সঠিক জবাব দিতে পারেন নি। তিনি এই সময় জেলা ক্রীড়া সংস্থা করোনা কমে যাওয়ার পর কি কি খেলা হয়েছে সেই বিষয়ে জানতে চাইলেও উপস্থিত কোন কর্মকতাই ও সদস্যরা সঠিক কোনো উত্তর দিতে পারেননি।
সভায় জেলা প্রশাসক তার বক্ত্যবে বলেন, আমাদের চাঁদপুর জেলা জাতীয় ক্রীড়া পরিষদেও মাধ্যমে ইনডোর স্টেডিয়াম সহ সুইমিংপুলের কাজ করা হবে সেজন্য আগামী ১ বছর পর চাঁদপুর সুইমিংপুলের বিষয়ে অপেক্ষা করতে হবে।
তিনি তার বক্ত্যবে আরো বলেন, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে নিয়মিত বিভিন্ন হিসাব নিকাশ দিতে হবে। আগামীতে খেলাধুলার ব্যাপাওে যাতে বাহিরের থেকে সহযোগিতার জন্য যেনো অপেক্ষা না করতে হয়। জেলা ক্রীড়া সংস্থার যে সমস্ত দোকান পাঠ ও বিভিন্ন আয়ের দিক রয়েছে সেই আয়-ব্যায়ের হিসাব ঠিক রাখলেই খেলাধুলা চালাতে জেলা ক্রীড়া সংস্থার আর কোনো অভাব হবে না। জেলা ক্রীড়া সংস্থার সকল কিছুই স্বচ্ছতার মাধ্যমে চালাতে হবে।
এ সময় চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যনিবাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/চৌইই/