চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শোক দিবস পালিত

চাঁদপুর: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহসান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করেছে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে চাঁদপুর স্টেডিয়ামের হল রুমে দোয়া, মিলাদ ও এতিমদের মাঝে খাবার বিতরণ বিতরণ করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. বাসস্ট্যান্ড গোঁর এ গরিবা মসজিদ ও এতিমখানার মুয়াদিস মাও. আবদুল্লাহ।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া সংস্থার জেলা ক্রীড়া অফিসার তরিকুল ইসলাম, ক্রীড়া সংগঠক সিরাজুল ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিভিন্ন ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
এরপূর্বে সকালে চাঁদপুর কলেজ মাঠে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহসান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম