চাঁদপুর জেলা ক্রিকেট উপকমিটির প্রস্তুতিমূলক সভা

২০ নভেম্বর ক্রিকেট প্রিমিয়ার লীগ উপলক্ষে

চাঁদপুর: আগামী ২০ নভেম্বর চাঁদপুর জেলা ক্রিকেট প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে চাঁদপুর জেলা ক্রিকেট উপকমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) বিকালে চাঁদপুর স্টেডিয়াম হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন ও সঞ্চালনায় ছিলেন চাঁদপুর জেলা ক্রিকেট উপকমিটির সম্পাদক শেখ মোতালেব।

সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু। এসময় ক্রিকেট উপকমিটির সহ-সভাপতি শামীম ফারুকীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে সভার সভাপতিকে ফুল দিয়ে বরন করেন ক্রিকেট উপকমিটির নেতৃবৃন্দ।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম