চাঁদপুর: অবৈধ দখলদার – ফ্যাসিস্টরা নিপাত যাক গনতন্ত্র মুক্তিপাক, ভোট ও ভাতের অধিকার নিশ্চিত কর, মেহনতী মানুষের – কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এ স্লোগানে নোয়াখালী অভিমুখে মানুষের পদযাত্রা সফল করতে সোমবার (১০ জুলাই) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ সলিম উল্লাহ সেলিম, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু।
বক্তারা বলেন, আজ দেশ ভয়াবহ দুঃশাসনে জর্জরিত। নিশিরাতে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা দখলকারী বর্তমান সরকার দেশটাকে গুম, খুন, লুন্ঠন, অপহরণ, বিনাবিচারে হত্যা, ধর্ষণ, নির্যাতন, দারিদ্র্য এবং প্রতিহিংসার চারণভূমিতে পরিনত করেছে। অদৃশ্য করা হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে আমাদের বাকস্বাধীনতাসহ সব মৌলিক ও নাগরিক অধিকার। সীমাহীন দূর্নীতি,লুন্ঠন, বেপরোয়া দলীয়করণ, স্বেচ্ছাচারিতা, বিচারহীনতার মাধ্যমে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। দ্রব্যমূল্যের ভয়াবহ উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের মেহনতি মানুষ। বিশেষ করে আমাদের কৃষকেরা নিঃশ্ব; সার, বীজ, কীটনাশক ও সেচের খরচ বাড়ায় কৃষি উৎপাদনের ব্যয় প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। অথচ তারা পাচ্ছে না উৎপাদিত পণ্যের দাম।
এদিকে জনগণের টাকায় তাদের সম্পদ ফুলে – ফেঁপে উঠছে। এই টাকা তারা বিদেশে পাচার করে বেগমপাড়া, সেকেন্ড হোম,বিদেশে শীর্ষ ধনী, ও দুবাই সহ বিভিন্ন দেশে মিলিয়ন বিলিয়ন ডলার ব্যাবসায় বিনিয়োগ করেছে। এ ভয়াবহ বৈষম্য চলতে পারে না। এভাবে ধুঁকে ধুঁকে মরার কোনো অর্থ নেই। তাই সকলকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। জেগে উঠতে হবে। প্রতিবাদ – প্রতিরোধের এখনই সময়। আসুন আমরা সমবেত হয়ে জোড়ালো কন্ঠে আওয়াজ তুলি ‘ দেশজুড়ে মজলুম নিপীড়িত মানুষ এক হও; গনতন্ত্র, ভোটাধিকার ও ন্যয় বিচার এবং মানবাধিকার আদায়ের সংগ্রামে শামিল হই ‘।
চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সহ-সভাপতি হানিফ পাটওয়ারী, যুগ্ম সম্পাদক আবু তাহের সরদার, সদর উপজেলা কৃষক দলের সভাপতি মুজিব মৃধা, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন খান, পৌর কৃষক দলের সভাপতি আমিনুল ইসলাম আমিন, সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, হাইমচর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, মতলব (উঃ) উপজেলার কৃষক দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক আক্তার আলম, মতলব (দঃ) উপজেলার কৃষক দলের সাধারণ সম্পাদক আমির খসরু, ফরিদগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল প্রমূখ।
প্রস্তুতি সভা শেষে আগামী ১৪ জুলাই শুক্রবার নোয়াখালী অভিমুখে ” দেশ বাঁচাতে কৃষক মেহনতি মানুষের পদযাত্রা ” যোগদানের লক্ষ্যে ও কর্মসূচি সফল করতে শহরের সকল শ্রেণি- পেশাজীবি সহ বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানের কর্মরত মালিক – কর্মচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/