
চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আশেকে রাসুল আইনজীবী পরিষদের ইফতার ও মিলাদ মাহফিলে মিলাদরত আইনজীবী সহ অনান্যরা।
চাঁদপুর: চাঁদপুর জেলা আশেকে রাসুল আইনজীবী পরিষদের মিলাদ ও ইফতার এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মইনুল ইসলাম।
রোববার ( ২৪ এপ্রিল ) বিকেলে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশেকে রাসুল আইনজীবী পরিষদের জেলার স্বমনয়কারী সিনিয়র আইনজীবী রইসুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা সিনিয়র আইনজীবী অ্যাডঃ আব্দুস সাত্তার।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সিনিয়র আইনজীবী নাছির চৌধুরী, সফিকুর রহমান ভুইয়া, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডঃ মাইনুল ইসলাম, আশেকে রাসুল আইনজীবী পরিষদের চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা অ্যাডঃ আতিকুর রহমান, সদস্য অ্যাডঃ আক্তার সরকার, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আইনজীবী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার আইনজীবী সহ আশেকে রাসুলের জেলা ও উপজেলার ভক্তবৃন্দগন।
ফম/এমএমএ/