চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি অসুস্থ, দোয়া কামনা

নাসির উদ্দিন আহমেদ। ফাইল ছবি।

চাঁদপুর: চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাসির উদ্দিন আহমেদ অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আওয়ামী লীগের বিজয় আনন্দ শোভাযাত্রা সফল করার লক্ষ্যে দলীয় কার্যালয় ১৭ ডিসেম্বর সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা শেষ করে বাসায় ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, নাসির আহমেদের অসুস্থতার খবর পেয়ে জেলা আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা শেষ করে শনিবার সন্ধ্যায় তাকে দেখতে গিয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।

এ সময় জেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম মিয়াজী, অ্যাডঃ জসিম উদ্দিন পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নাসির উদ্দিন আহমেদের সুস্থতা কামনা করে দলীয় নেতাকর্মীসহ চাঁদপুরের সর্বস্তরের জনগণের দোয়া কামনা করেছেন তার পরিবার।

ফম/এমএমএ/এমরহ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম