চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারন সভায় বক্তব্য রাখছেন সমিতির সভাপতি অ্যাডঃ এ.এন,এম মাঈনুল ইসলাম। পাশে উপস্থিত সমিতির সাধারন সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী সহ কমিটির অনান্য সদস্যরা।

চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডঃ এ.এন. এম মাঈনুল ইসলাম। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সমিতির সাধারন সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী। কোরআন তেলওয়াত করেন অ্যাডঃ মোঃ জাবির হোসেন। জেনারেল অডিটরের রিপোট পাঠ করেন অ্যাডঃ মামুন হোসেন মিয়াজী।

সভায় বক্তব্য রাখেন সমিতির সদস্য অ্যাডঃ আহসান হাবীব, অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, অ্যাডঃ শেখ আবুল খায়ের মোঃ সালেহ, অ্যাডঃ আবুল কাশেম, অ্যাডঃ কাজী মোঃ খায়রুল হাসান ঝুমন ও অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ প্রমুখ। সভা শেষে জেলা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষনা করেন।

ফম/এমএমএ/চৌইই/

আদালত করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম