চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ব্যাডমিন্টন টুনামেন্টের চ্যাম্পিয়ন অ্যাডঃ খোরশেদ আলম ও অ্যাডঃ সুমন জুটিকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডঃ এ জেড এম রফিকুল হাসান রিপন সহ সিনিয়র আইনজীবীরা।
চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২৩’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অজন করেন অ্যাডঃ খোরশেদ আলম ও অ্যাডঃ সুমন জুটি।
রোববার ( ১৯ শে ফেব্রুয়ারি )  রাতে জেলা জজ আদালতের চত্বরে ফাইনাল খেলা শেষে পুরুস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  রাতেই পুরুস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাধারন সম্পাদক সহ সিনিয়র আইনজীবীগন।  রানারআপ হয়েছেন অ্যাডঃ হিমেল ও অ্যাডঃ কাউছার জুটি।
খেলা শেষে পুরুস্কার বিতরন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক অ্যাডঃ এ জেড এম রফিকুল হাসান রিপন,  সিনিয়র আইনজীবী অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ আহসান হাবিব,   অ্যাডঃ মুজিবুর রহমান ভূইয়া,  অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু।
সিনিয়র আইনজীবী অ্যাডঃ ছানাউল্লার পরিচালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন   খেলা পরিচালনাকারী কমিটির চেয়ারম্যান অ্যাডঃ মাসুদ, কমিটির কমকতা   অ্যাডঃ জসিমউদদীন (২), অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস সায়েম, চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়  অ্যাডঃ খোরশেদ আলম,  রানার আপ দলের খেলোয়াড় অ্যাডঃ হিমেল প্রমুখ। উপস্থিত ছিলেন সমিতির  কাযকরী কমিটির সদস্যসহ সিনিয়র আইনজীবী সহ ক্রীড়ামোদী দশকরা।
ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম