চাঁদপুর জেলা আইনজীবী সমিতির পিঠা উৎসব

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির পিঠা উৎসবের উদ্ধোধন করছেন সমিতির সভাপতি অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল। ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির পিঠা উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১৪ ফ্রেবুয়ারি ) সন্ধায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে উৎসবের উদ্ধোধন করেন সমিতির সভাপতি অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল ।

উৎসব কমিটির উদ্যোক্তা  অ্যাডঃ সাইফুল পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক অ্যাডঃ এ জেড এম রফিকুল হাসান রিপন, যুগ্ম সম্পাদক অ্যাডঃ মেরাজ সিদ্দিক,  জুনিয়র সহ-সভাপতি অ্যাডও তৌহিদুল ইসলাম তরুণ,    সিনিয়র আইনজীবী অ্যাডঃ সেলিম আকবর,  অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ,  অ্যাডঃ মজিবুর রহমান ভুইয়া,  অ্যাডঃ শেখ আবুল খায়ের সালেহ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির আইনজীবী সহ তাদের পরিবারের সদস্যরা।  পিঠা উৎসবে আইনজীবী পরিবারের সদস্য সহ স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

উৎসবের উদ্দেক্তা ছিলেন অ্যাডঃ বদরুল আলম চৌধুরী,  অ্যাডঃ জসিমউদদীন (২), অ্যাডঃ ওমর ফারুক টিটু,  অ্যাডঃ আলম খান মঞ্জু,  অ্যাডঃ মাসুদ রানা, অ্যাডঃ মুনতাসীর রিয়াদ।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম