চাঁদপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নিরুকে ফুলেল শুভেচ্ছা 

চাঁদপুর:  প্রাথমিক শিক্ষা পদক -২০২৪ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী তালতলাস্থ বিষ্ণুদী  আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষিকা  হোসনে আরা নিরুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের  শিক্ষকমন্ডলি,অভিভাবক কমিটি ও  কোমলমতি শিক্ষার্থীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় এ উপলক্ষে  বিদ্যালয়ের কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিভাবক কমিটির   সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি  মির্জা জাকির, সহসভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী  অ্যাডঃ আতাউর রহমান পাটোয়ারী , অভিভাবক সদস্য  হেলাল উদ্দীন,  রাবেয়া হাসান মুনা ও হাছিনা রহমান।
এসময় বিদ্যালয়ের সকল  শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ।  উৎসবমুখর পরিবেশে এদিন উপস্থিত সকলে প্রধান শিক্ষিকাকে নিয়ে কেক কাটেন ও সকলের মাঝে মিষ্টি পরিবেশন করেন। সবাই প্রধান শিক্ষিকাকে খুশিতে মিষ্টিমুখ করান ও বিভাগীয় পর্যায়েও  তার সফলতা কামনা করেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম