চাঁদপুর জেলার জন্য ৩৮ হাজার ৮শ’ ৯০ পিস কম্বল বরাদ্দ

চাঁদপুর: হেমন্ত মানে শীত শীত ভাব, ঠাণ্ডা বাতাস, ঠাণ্ডা প্রকৃতি। শেষ রাতের দিকে শরীরে অনুভূত হয় শীত। এসময় মনে হয় একটু কম্বল বা কাঁথা শরীরে জড়িয়ে নেই। ষড়ঋতুর দেশে হেমন্ত মানেই শীতের আগমনী বার্তা। তাই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ কর্তৃক ২০২১-২০২২ অর্থবছরে আসন্ন শীত মৌসুমে গরীব ও দুঃস্থদের মধ্যে বিতরণের নিমিত্ত প্রধানমন্ত্রী ত্রান ভান্ডার হতে কম্বল বরাদ্দের প্রেক্ষিতে চাঁদপুর জেলাধীন নিম্ববর্ণিত উপজেলাসমূহের ইউনিয়ন প্রতি ৪শ’ পিস হারে ৩৫ হাজার ৬শ’ পিস এবং পৌরসভা প্রতি ৪শ’৭০ পিস হারে ৩ হাজার ২শ’ ৯০ পিসসহ সর্বমোট ৩৮ হাজার ৮শ’ ৯০ পিস বরাদ্দকৃত কম্বল শীতার্ত গরীব ও দুঃস্হদের মাঝে বিতরণ করা হবে।
বরাদ্দকৃত কম্বল বিতরণের ক্ষেত্রে ষাটোর্ধ্ব ব্যক্তি ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে হবে।
উপজেলা নির্বাহী অফিসারগণ বরাদ্দকৃত কম্বল  মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০১২-২০১৩ অনুসরণ পূর্বক যথানিয়মে বিতরণ /বন্টন নিশ্চিত করবেন এবং নিরীক্ষার জন্য প্রয়োজনীয় হিসাব / মাস্টাররোল সংরক্ষণ করতে হবে। উপজেলা নির্বাহী অফিসারগণ পৌরসভার বরাদ্দকৃত কম্বল দ্রুত পৌরসভার প্রতিনিধির নিকট হস্তান্তর করতে হবে।
চাঁদপুর সদর উপজেলার ১৪ টি  ইউনিয়নের মধ্যে ৫ হাজার ৬শ’ পিস ও চাঁদপুর পৌরসভার ৪শ’ ৭০ পিস কম্বল বরাদ্দ পেয়েছে।
ফরিদগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়নের মধ্যে কম্বল বরাদ্দ পেয়েছে ৬ হাজার পিস ও ফরিদগঞ্জ পৌরসভা কম্বল বরাদ্দ পেয়েছে ৪শ’ ৭০ পিস।
হাইমচর উপজেলার ৬ টি ইউনিয়নের মধ্যে কম্বল বরাদ্দ পেয়েছে ২ হাজার ৪শ’ পিস।
হাজিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে কম্বল বরাদ্দ পেয়েছে ৪ হাজার ৮শ’ পিস ও হাজিগঞ্জ পৌরসভা কম্বল বরাদ্দ পেয়েছে ৪শ’ ৭০ পিস।
কচুয়া উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে কম্বল বরাদ্দ পেয়েছে ৪ হাজার ৮শ’ পিস ও কচুয়া পৌরসভা কম্বল বরাদ্দ পেয়েছে ৪শ’ ৭০ পিস।
মতলব উত্তর উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে কম্বল বরাদ্দ পেয়েছে ৫ হাজার ৬শ’ পিস ও ছেংগারচর পৌরসভা কম্বল বরাদ্দ পেয়েছে ৪শ’ ৭০ পিস।
মতলব দক্ষিণ উপজেলার ৬ টি ইউনিয়নের মধ্যে কম্বল বরাদ্দ পেয়েছে ২ হাজার ৪শ’ পিস ও মতলব দক্ষিণ পৌরসভা কম্বল বরাদ্দ পেয়েছে ৪শ’ ৭০ পিস।
শাহরাস্তি উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে কম্বল বরাদ্দ পেয়েছে ৪ হাজার পিস ও শাহরাস্তি পৌরসভা কম্বল বরাদ্দ পেয়েছে ৪শ’ ৭০ পিস।
চাঁদপুর সদর উপজেলাসহ ৮ উপজেলার ৮৯ টি ইউনিয়নের মধ্যে ৩৫ হাজার ৬ শ’ পিস  ও চাঁদপুর পৌরসভাসহ ৭ টি পৌরসভার মধ্যে কম্বল বরাদ্দ পেয়েছে ৩ হাজার ২শ’ ৯০ পিস।
চাঁদপুর সদর উপজেলার ১৪ টি  ইউনিয়নের মধ্যে ৫ হাজার ৬শ’ পিস কম্বল বরাদ্দ পেয়েছে। বরাদ্দকৃত কম্বল ইউনিয়নের জনসংখ্যা অনুযায়ী বিভাজন করা হয়েছে।
ইউনিয়ন পর্যায়ে বরাদ্দকৃত কম্বল পেয়েছে  বিষ্ণুপুর ইউনিয়ন ৫শ’ ৪ পিস, আশিকাটি ইউনিয়ন  ৪ শ’ ৩৮ পিস, কল্যাণপুর ইউনিয়ন ২শ’ ৭১ পিস, শাহ মাহুমুদপুর ইউনিয়ন ৪ শ’ ৫৪ পিস, ওামপুর  ইউনিয়ন ৩ শ’ ৯৯ পিস, মৈশাদী ইউনিয়ন ২শ’ ৭৪ পিস, তরপুরচন্ডী ইউনিয়ন ২শ’২০ পিস, বাগাদী ইউনিয়ন ৫শ’৮৭ পিস, বালিয়া ইউনিয়ন ৫শ’ ৫৭ পিস, লক্ষীপুর মডেল ইউনিয়ন ৭শ’ ২৩ পিস, ইব্রাহিমপুর ইউনিয়ন ২শ’ ৩৭ পিস, চান্দ্রা ইউনিয়ন ৫শ’ ৭ পিস, হানারচর ইউনিয়ন ১শ’ ৫৭পিস ও রাজরাজেশ্বর ইউনিয়ন ২শ’ ৭২ পিস কম্বল বরাদ্দ পেয়েছে।
ফম/এমএমএ/

শাহ্ আলম খান | ফোকাস মোহনা.কম