
চাঁদপুর: ‘জীবন জয়ের হৃদ্যতা নিয়ে দাঁড়াও পাশে বন্ধু। মানবের কল্যাণে তোমার জয় অনিবার্য’ এই স্লোগানকে ধারণ করে চাঁদপুর জীবনদীপ মানব উন্নয়ন সেবামূলক সংস্থার আয়োজনে রক্ত ডোনারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার ২৯ (সেপ্টেম্বর) রাতে জিবন্দীপ মানব উন্নয়ন সেবামূলক সংস্থার কার্যালয়ে চাঁদপুর সরকারি কলেজের রসায়ন ও উদ্ভিদ বিদ্যার বিভাগের অধ্যাপক আলমগীর হোসেন বাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। প্রধান আলোচকের বক্তব্য রাখেন অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার।
অনুষ্ঠানে সংগঠনের পরিচালক মৃদুল দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ড্যাফোডিল স্কুল এন্ড কলেজের অধ্যাপক দীপক চক্রবর্তী, চাঁদপুর ইন্ডাস্ট্রিয়াল কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি সেলিম খান, চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সুফি খায়রুল আলম খোকন. বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি(সনাক) চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ওমর ফারুক, বীর মুক্তিযুদ্ধা বাসুদেব মজুমদার প্রমুখ।
এসময় অনুষ্ঠানে রক্ত ডোনারদের সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
রক্ত ডোনারদের মধ্যে সংবর্ধিত হয়েছেন জীবন্দীপ রক্তদান সংগঠনের মধ্যে রক্তদাতা মামুনুর রশিদ খান রায়হান, ইউনুস আলম নিলয়, দিগন্ত দাস, বাহার বৃধা, সুব্রত রায় শুভ, বিকাশ রায়, হাবিব আদনান, মো: রিয়াদ হোসাইন, ইসমাইল খান, মানিক সূত্রধর, অজিত ঘোষ, সুকুমার রায়, রানা তাহির, ফয়সাল আহমেদ, উম্মে রুমা কলি, আরিফুর রহমান, হাবিবুর রহমান সহ আরো অনেক।
ফম/এমএমএ/