চাঁদপুর জাতীয় যুব সংহতির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

চাঁদপুর: চাঁদপুর জেলা জাতীয় যুব সংহতির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২ এপ্রিল) বিকালে জেলা যুব সংহতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব সংহতির সদস্য ও জেলা যুব সংহতির আহবায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা নিঝুম পাটওয়ারী’র সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরু মিজি। তিনি বলেন, জাতীয় পার্টিতে যোগদান করিয়েছেন মাহবুব সাহেব। জাতীয় পার্টির জন্যে উনার অবদান ভুলার নয়। উনি সবসময় পার্টির কর্মীদের জন্যে করেছেন।
তিনি আরো বলেন, যুব সংহতির শক্তিশালী করতে হলে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের নেতৃত্বের সঠিক দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেক ওয়ার্ড ওয়ার্ডে যুব সংহতিকে সুসংগঠিত করতে হবে৷
যুব সংহতির শহর শাখার সদস্য সচিব মো. ফারুক গাজীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক মো.আলাউদ্দিন চৌধুরী, সদর উপজেলা যুব সংহতির আহবায়ক রফিকুল ইসলাম চান্দু, সদস্য সচিব মো. হারুন গাজী, শহর যুব সংহতির আহবায়ক দিন ইসলাম সরদার, হাজীগঞ্জ উপজেলা যুব সংহতির সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলামসহ আরো অনেক।
ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম