
চাঁদপুর: চাঁদপুর জেলা জজ আদালতে রাজনৈতিক মামলায় হাজিরা দিলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ । তিনি সহ অনান্য নেতৃবৃন্দ সিনিয়র জেলা ও দায়রা জজ মহসিনুল হকের আদালতে হাজিরা দেন
সোমবার ( ৩ জুলাই ) দুপুরে জেলা জজ আদালতে এসটিসি ৭৬/১৫ মামলায় তিনি হাজিরা দেন। ২০১৫ সালে চাঁদপুর সদরের ঘোষেরহাট এলাকায় গাড়ি পোড়ানো মামলায় জেলা বিএনপির সভাপতিকেসহ আরও ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে জারির জন্য রয়েছে ।
চাঁদপুর আদালতে জেলা বিএনপির সভাপতি হাজিরা দিতে আসলে তার সাথে জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের শত শত নেতা কর্মীরা উপস্থিত হয় আদালত প্রাঙ্গণে।
মামলা পরিচালনাকারি আইনজীবীরা জানান, ২০১৫ সাল থেকে জেলা বিএনপির সভাপতি সহ অন্যান্য নেতাকর্মীরা নিয়মিত হাজিরা দিয়ে যাচ্ছেন।
ফম/এমএমএ/