চাঁদপুর : চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে গত এক সপ্তাহ ধরে কমেছে ইলিশের সরবরাহ। কেজি প্রতি দাম বেড়েছে ৫০০ থেকে ৮০০টাকা। ব্যবসায়ী ও জেলেরা বলছেন, শীতের আগমণ ও নদীর পানি কমে যাওয়ায় জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ।
এতিকে হাঁকডাকে সরগম থাকা চাঁদপুর ইলিশ ঘাট এখন যেন সুনশান নিরবতা। ইলিশের সরবরাহ কমে যাওয়ায় কমেছে ঘাটের শ্রমিকদের কর্মযজ্ঞ। দাম বেড়ে যাওয়ায় কমেছে ক্রেতা।
গত সপ্তাহে ৫০০ মণের উপরে ইলিশ সরবরাহ হলেও মঙ্গলবার ৫০ মণ ইলিশও উঠেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সমুদ্র ও দক্ষিণাঞ্চলের ইলিশের দামের পাশাপাশি চাঁদপুরের ইলিশের দাম বেশ চড়া।
বড় স্টেশন মাছঘাটের ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন জানান, গত এক সপ্তাহ ধরে ইলিশের দাম বেড়েছে। এখন ইলিশের মৌসুম না যার কারণে ঘাটে ইলিশ সরবরাহ একেবারেই কম। যার কারণে ইলিশের দাম বেড়েছে অনেক বেশি। বর্তমানে এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৬শ থেকে ২৮শ টাকায়। এছাড়া এককেজির নিচে ৬০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ ২ হাজার থেকে ২২শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, ইলিশের এখন আনসিজন চলছে। এই মৌসুমে জেলেদের জালে খুব কমই ইলিশ ধরা পড়ে। ব্যবসায়ীদের কাছে খুব কমই ইলিশ আছে, যার কারণে দাম অনেক বেশি। ক্রেতাদের যতটুকু চাহিদা ততটুকু আসলে ইলিশ মাছঘাটে দেই। এই মৌসুমে ইলিশের দাম আর কমার সম্ভাবনা নেই।
ফম/এমএমএ/