চাঁদপুর: চাঁদপুর গোপাল জিউর আখড়ার আয়োজনে ১২১ তম দোল উৎসব শুরু হয়েছে। বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় চল্লিশ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ চলছে।
শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় চাঁদপঁর ৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি গোপাল জিউর আখড়া মন্দিরে ভক্তদের সাথে কৌশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, ডাঃ জে আর ওয়াদুদ টিপ,সাংগঠনিক সম্পূর্ণ তাফাজ্জল হোসেন পাটোয়ারী এসডু,অ্যাডৌ মুজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল,সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল,মোহাম্মদ আলী মাঝি, গোপাল জিউর আখড়া মন্দিরে কমিটির সভাপতি অভিজিত রায়,সাধারন সম্পাদক বাপি পাল, সহ সভাপতি প্রিয়রঞ্জন রায়,পরেশ মালাকার, যুগ্ম সম্পাদক রনজিত পোদ্দার, বাচ্চু সাহা, মনরঞ্জন ঘোষ, যুগ্ম দপ্তর সম্পাদক রিপন পোদ্দার, প্রচার সম্পাদক সুমন সরকার জয়,যুগ্ম প্রচার সম্পাদক দিপক পাল,অর্থ সম্পাদক দিলীপ পাল, সহ অর্থ সম্পাদক কিশোর পোদ্দার, দপ্তর সম্পাদক স্বপন সাহা,যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক সম্পাদক বাবুলাল সাহা, কার্যকরী সদস্য রুহিপদ সাহা, সমর দাস, টুটুল রায়, পবিত্র দে প্রমুখ।
এ বছর নামসুধা পরিবেশন করে নীলফামারীর সোনার গৌড় সম্প্রদায়, বরিশালের ভক্ত প্রহল্লাদ সম্প্রদায়,রাখাল সম্প্রদায়, জয় কৃষ্ণ সম্প্রদায়, রাই ধ্বনী সম্প্রদায়, খুলনার রায় কানাই সম্প্রদায়।
তাছাড়া ১২ মার্চ রোববার দিবা রাত্রী অষ্টকালীন কীর্তন পরিবেশন করবে ভারতের অনু রাধা মল্লিকের দল, গুলশানের রুনা দাসের দল ও মাদারীপুরের সুজন সূত্রধরের দল। এসময় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি সনাতনী ভক্তদের সাথে কুশল বিনিময় করেন।
ফম/এমএমএ/