
চাঁদপুর: চাঁদপুর কোর্ট স্টেশনে শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) রাতে কালিবাড়ি কোর্ট স্টেশন অফিসে চাঁদপুর রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্যোগে স্টেশনে অর্ধশতাধিক কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. সোয়াইবুল শিকদার, টিটিই চাঁদপুর মো. কামরুজ্জামান সোহাগ, কালিবাড়ি কোর্টস্টেশনের মাস্টার মো. আবু কাউছার, এনটিভি চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ ও শিক্ষক মো. জসিম উদ্দিন প্রমুখ।
ফম/এমএমএ/