
চাঁদপুর: চাঁদপুর কোর্ট স্টেশনের পোর্টার মোঃ মজিবুর রহমান এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রেলওয়ে কোর্ট স্টেশনের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বিদায় অনুষ্ঠানে চাঁদপুর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ওহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ব্যাংকার মোঃ আবুল কালাম আজাদ, লাকসাম রেলওয়ে জংসনের সাবেক ট্রেন পরিচালক মাহমুদ মোরশেদ, চাঁদপুর কোর্ট স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা, স্টেশন মাস্টার মোঃ আবু কাউছার, চাঁদপুর হোটেল এন্ড রেস্টুরেণ্ট এর পরিচালক মোঃ জাকির হোসেন বেপারী, এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জসিম উদিন মিয়াজী, জেলা কোয়াবের আপ্যায়ন বিষয়ক সম্পাদক দীপু দাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পোর্টার মোঃ মজিবুর রহমান কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসিন্দা ১৯৮৪ সালের জানুয়ারিতে রেলওয়েতে যোগদান করেন। দীর্ঘ চাকুরী জীবনে রেলের চট্রগ্রাম অঞ্চলে চাঁদপুর কোর্ট স্টেশন, বড় স্টেশনসহ বিভিন্ন স্টেশনে চাকুরী করেন।
ফম/এমএমএ/