চাঁদপুর: বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শুক্রবার (১০ মার্চ) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক অজয় ভৌমিক, চাঁদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, ডা. পিজুষ কান্তি বড়ুয়া, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চাঁদপুর জেলা সভাপতি মোঃ ওমর ফারুক, চাঁদপুর সদর উপজেলা সভাপতি লায়ন গোলাম হোসেন টিটু, চাঁদপুর সদর উপজেলা সহ-সভাপতি ও চাঁদপুর রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম, কমলাপুর ইউনাইটেড মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ও দৈনিক চাঁদপুর সময় পত্রিকার প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, এসোসিয়েশনের চাঁদপুর সদর উপজেলা সাধারণ সম্পাদক কাউছার আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মৃনাল কান্তি প্রমূখ।
ফম/এমএমএ/