
চাঁদপুর: বাংলাদেশ ইনষ্টিটিউট অব রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ( বার্ড) এর উদ্যোগে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরিক্ষায় বৃত্তি প্রাপ্ত ছাত্র ছাত্রীদের মাঝে প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকাল ৩টায় মনজুরুল হক শোয়েব মিলনায়তনে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক আহসান আলী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনজুরুল হক শোয়েব, বিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা ও লেখক জেসমিন মুন্নী, বার্ডের নির্বাহী পরিচালক মাকসুদ হাসান, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিনিয়র শিক্ষক আবদুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ আহমেদ।
অনুষ্ঠানে মোট ১৪জন ছাত্রছাত্রীদের তারা মাঝে বৃত্তি প্রদান করেন।
ফম/এমএমএ/