
চাঁদপুর: চাঁদপুর এভারগ্রীন ক্লাবের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২২ অক্টোবর ) রাতে শহরের হাজী মহসিন রোডস্থ মেডিকম ডায়াগনস্টিকে ( অস্থায়ী কার্যালয় ) এ সভায় অংশ নেন ক্লাবের সদস্যরা।
সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ( এডিএম ) মো: একরামুল ছিদ্দিক।
ক্লাবের সভাপতি ডা: মো: জালালউদ্দিন রুমী’ র সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন গিয়াস কবির ( শিক্ষক )। বার্ষিক রিপোট পেশকরেন ক্লাবের সহ- সভাপতি সৈয়দ মশিউর রহমান।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, ক্লাবের মহাসচিব ও চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভুইয়া, মেঘনাবাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও ক্লাবের সদস্য গিয়াসউদ্দিন মিলন, সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড.এ.জেড.এম রফিকুল হাসান রিপন, ক্লাবের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম পাটওয়ারী ( শিক্ষক), আলমগীর মিয়াজী ( ব্যাবসায়ী), সাংগঠনিক সম্পাদক (ব্যাংকার) মাশরুর হাসান ভুইয়া, সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর মাইনুল ইসলাম পাটওয়ারী, মনির হোসেন ( ব্যাংকার), সদস্য সাজ্জাতুল ইসলাম ( শহর পরিকল্পনাবীদ ), সদস্য মাসুদুর রহমান, শাহাদাত হোসেন, সুলতান মাহমুদ, লক্ষ্মণ সরকার, মাকসুদুর রহমান, ফারুক হোসেন, দেলোয়ার হোসেন, আ: খালেক মুন্সি, রফিকুল ইসলাম রাসেল, মুরাদ হোসেন ও খালেদ মাহমুদ মানিক প্রমুখ।
ফম/এমএমএ/