চাঁদপুর : ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল্যাণমুখী রাজনীতি এবং ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই এমন চিন্তা চেতনাকে লালন করে ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি নূরুল বশর আজিজী।
বিশেষ অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক শাহ ইফতেখার তারিক।
সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মুহাম্মদ সেলিম হোসাইন।
আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি শেখ মো. জয়নাল আবদিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সম্মেলনের শেষে পূর্বের কমিটি বিলুপ্ত করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।
নতুন জেলা সভাপতি মনোনীত হয়েছেন সেলিম হোসাইন। তিনি পূর্বেও সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন রাকিব হোসেন।
ফম/এমএমএ/