চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজে বই উৎসব

চাঁদপুর:  নতুন বছর, নতুন দিন, নতুন বই‌য়ে হোক র‌ঙিন’ এ প্রতিপাদ্যকে সাম‌নে রে‌খে চাঁদপুর জেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজে বই উৎসব অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
রোববার (১ জানুয়ারি) সকা‌লে একাডেমির প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ বই উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কোমলমতি ক্ষুদে হাতে নতুন বই তুলে দেন শিক্ষক ও অতিথিবৃন্দ। বই উৎসবে সভাপতিত্ব করেন আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম।

একাডেমির সহকারি অধ্যক্ষ মো. তাজুল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, একাডেমীর কলেজ শাখার সমন্বয়কারী মো. জাকির হোসেন, বিএম শাখার সমন্বয়কারী ইব্রাহিম আল আজাদ, সিনিয়র শিক্ষক পিএসএম জামাল, তোফাজ্জল হোসেনসহ অন্যান্য শিক্ষক এবং অভিভাবক বৃন্দ।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম