চাঁদপুর আদালতে হাজিরা দিলেন শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর: চাঁদপুর আদালতে হাজিরা দিলেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
মঙ্গলবার ( ২৫  জানুয়ারী ) দুপুরে তিনি সহ অনান্য  নেতাকমী গন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল ইসলামের আদালতে হাজিরা দেন এবং বদলী জামিন  নেন। এ সময় তিনি সহ অনান্যরা জি আর ৭২১/১৮ মামলায় বদলি জামিন নেওয়ার জন্য আদালত আসলে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগন উপস্থিত হন।
২০১৮ সালে পুরানবাজার মধ্যশ্রীরামদী বউবাজার এলাকায় বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটানোসহ অস্ত্র-সস্ত্র নিয়া রাস্তাঘাট অবরোধের মামলায় তারা আদালত থেকে বদলী জামিন নেন। আসামীদের পক্ষে বিএনপি সমর্থিত আইনজীবীরা সামলাতে অংশ নেন।
ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম