
চাঁদপুর: বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে ও চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় চাঁদপুর আউটার স্টেডিয়ামে তারুণ্য উৎসব-২০২৫ উপলক্ষে নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর আউটার স্টেডিয়ামে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।
তিনি বলেন, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আপনাদের সকলকে স্বাগতম এবং সারাদেশের ন্যায় আপনাদের চাঁদপুরেও এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে।
তাই আমি আশাকরি উপস্থিত সবাই অনুষ্ঠানটি সুন্দরভাবে দেখবেন এবং শৃঙ্খলা বজায় রাখবেন বলে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।
চাঁদপুর জেলা কালচারাল অফিসার দিতি সাহা স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে নৃত্যানুষ্ঠান পরিবেশ করেন- বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে নৃত্যানুষ্ঠান” প্রথমেই ছিল দেব ডান্স একাডেমির পরিবেশনায় ঋতুরঙ্গ, ও “তাথৈ” এবং শাস্ত্রীয় নৃত্য। এরপর সপ্তরুপা নৃত্য শিক্ষালয় পরিবেশনায় ছিল আনন্দলোকে মঙ্গলালোকে,তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে।
নৃত্যাঙ্গন এর পরিবেশনায় ছিল-‘ও ধান ভানি রে, নৃত্যধারার পরিবেশনে ছিল- বরিষ ধরার মাঝে ,বাবু সেলাম বারে বার, জাত গেলো জাত গেলো। জেলা শিল্পকলা একাডেমি নৃত্যদলের পরিবেশনায় ছিল- শাওন গগনে ঘোর ঘনঘাটা,গুম গুম গুম গুম মেঘ। উদয়ন সংগীত বিদ্যালয় এর পরিবেশনায় ‘দে তোরা আমায় নতুন করে’ ও লাল টুক টুক বউ’।
‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে গত ২৯, ৩০, ও ৩১ জানুয়ারি, ২০২৫ তারিখ দেশের ৫০ টি জেলায় এই নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এম আর ইসলাম বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি সুকদেব রায়, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, সপ্তরুপা নৃত্য শিক্ষালয় অধ্যক্ষ অনিমা সেন চৌধুরী , নৃত্যাঙ্গনের অধ্যক্ষ রুমা সরকার, নৃত্যধারা অধ্যক্ষ সোমা দত্ত, উদয়ন সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক- বিশ্বনাথ দাস, জেলা শিল্পকলা একাডেমির উচ্চাঙ্গ প্রশিক্ষক মোঃ আবদুল খালেক বিশ্বাস, অন্যান্য নাট্য সংগঠনের কলাকৌশলী সহ হাজারো দর্শক শ্রোতা।
ফম/এস.পলাশ/এমএমএ/