চাঁদপুর অযাচক আশ্রমে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের মহাসমাধি দিবস বুধবার

চাঁদপুর:  চাঁদপুর অযাচক আশ্রমে অথণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের মহাসমাধি দিবস আজ। একই সাথে তাঁর সুযোগ্যা মানসকন্যা পরমপূজনীয়া মহাসন্ন্যাসিনী শ্রীশ্রী মামণি সংহিতা দেবীর মহাসমাধি দিবসও আজ।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে  ২৭ এপ্রিল বুধবার চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী পূন্যজন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মাঙ্গলিক অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে ভোর ৫ টায় ঊষা কীৰ্ত্তণ, সকাল ৮ টায় মঙ্গল শঙ্খ ধ্বনি, সকাল ৮ টা ২ মিনিটে নবীন যুগের নববেদ শ্রীশ্রী অখণ্ড সংহিতা থেকে পাঠ, সকাল ৮টা ৩০ মিনিটে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শ্রীশ্রীসমবেত উপাসনা, সকাল ১০ টায় ব্রহ্মগায়ত্রী কীৰ্ত্তণ, সকাল ১০ টা ৩০ মিনিটে নীরব মহানাম জপযজ্ঞ, সকাল ১১ টায় হরিওঁ কীর্ত্তণ, বেলা ১২ টায় স্মৃতিচারণ সভা, বেলা ২ টায় শান্তি বাচনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি।

উল্লেখ্য, শতাধিক গ্রন্থের রচিয়তা চরিত্র গঠন আন্দোলনের প্রবক্তা বিশ্বগুরু অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীস্বামী স্বরূপানন্দ পরমহংসদেব চাঁদপুর শহরে পুরাতন আদালতপাড়ায় গাংগুলি পরিবারে জন্মগ্রহণ করেন। তাকে সমাধিস্থ করা হয়েছে বিশ্ব অখণ্ড সংঘের কেন্দ্রীয় কার্যালয় ‘গুরুধাম’ কলিকাতা কাকুরগাছিস্থ অযাচক আশ্রমে। একই পূণ্যস্থানে সমাধিস্থ করা হয়েছে মহাসন্ন্যাসিনী শ্রীশ্রীসংহিতা দেবীকেও। বিশ্বব্যাপী তাদের কোটি কোটি ভক্তশিষ্যা অনুরাগী উক্ত দিনকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে দিবস ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে আয়োজন করে থাকে।

পূণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদ, চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড-অব-ট্রাস্ট এবং বাংলাদেশ সম্মিলিত অথও সংগঠন যৌথভাবে এই মহা পূণ্যা অনুষ্ঠানের আয়োজন করেছে।

ভক্তবৃন্দকে এই অনুষ্ঠানের অংশগ্রহণ করার জন্যে চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক শ্রী মৃণাল কান্তি দাস অনুরোধ জানিয়েছেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম