চাঁদপুর অযাচক আশ্রমে দু’দিনব্যাপি স্বামী স্বরূপানন্দের শুভ-জন্মোৎসব 

‘আ‌মি পৃ‌থিবীতে নতুন ই‌তিহাস সৃ‌র্ষ্টি ক‌রি‌তে আ‌সিয়া‌ছি, গতানুগ‌তিক আমার পন্থা ন‌হে’ এ বছর এ শ্লোগানে অখণ্ড মন্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পূর্ণ জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমে দু’দিনব্যাপি  শুভ-জন্মোৎসব।
২৫ ডিসেম্বর সোমবার অধিবাসের মধ‌্যদি‌য়ে উৎস‌বের শুভ সূচনা হ‌বে। ভোড় ৫টায় প্রেমধ্বনি, শংখধ্বনী ও উলুধ্বনি সহকারে আশ্রমাঙ্গনে আরতি, কীর্ত্তন ও অঞ্জলি। ভোর ৬টায় পূর্ব শ্রীরামদী দাস পাড়া হতে হরিও কীর্তনের র‍্যালী পুরান বাজার হয়ে চাঁদপুর অখণ্ড মণ্ডলী’ সংলগ্ন প্রয়াত ভ্রাতা নির্মল দাসের বাড়ীতে প্রত্যাবর্তন। সকাল ১১টায় প্রেমধ্বনি, শংখধ্বনি ও উলুধ্বনি সহকারে শ্রীবিগ্রহ ও শ্রীশ্রী বাবামণির পুণ্য প্রতিচ্ছবি স্থাপন। বি‌কেল ৪টায় নীরব নাম জপ যজ্ঞ ও ব্রহ্মগায়ত্রী গীত ও হরিওঁ কীর্ত্তন। বি‌কেল ৫টায়  মাতৃ সম্মেলন ৷ “মাতৃ আরাধনায় শ্রীশ্রীস্বামী স্বরূপানন্দের ভূমিকা” আলোচনায়: বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ভগ্নীবৃন্দ। সন্ধ‌্যা সা‌ড়ে ৬টায় অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীস্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের
জন্মোৎসবের অধিবাস দিবসের শ্রীশ্রী সমবেত উপাসনা। রাত ৮টায় স্বরূপানন্দ সংগীতানুষ্ঠান। পরিচালনায়: বাংলাদেশের বিশিষ্ট স্বরূপানন্দ সংগীত শিল্পী মানিক রায় ও সহশিল্পী বৃন্দ।
উৎস‌বের দ্বিতীয় দিন ২৬ ডিসেম্বর মঙ্গলবার ভোড় ৬টায় ঊষা কীৰ্ত্তনাঞ্জলি ও হরিওঁ কীর্ত্তন। সকাল ৮টায় নবীন যুগের নববেদ শ্রীশ্রী অখণ্ড সংহিতা পাঠ।
সকল সা‌ড়ে ৮টায় অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীস্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ আবির্ভাব দিবসের বিশেষ সমবেত উপাসনা। সকাল সা‌ড়ে ১০টায় হরিওঁ কীৰ্ত্তন সহযোগে চাঁদপুর শহরে নগর পরিক্রমা (সম্প্রীতি র‍্যালী)। দুপুর ১২টায় চরিত্রগঠন আন্দোলন শীর্ষক ধর্মীয় সভা। এ‌তে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন শিক্ষামন্ত্রী ডা. দীপু ম‌নি এম‌পি ও বি‌শেষ অ‌তিথি চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জু‌য়েল।
দপুর ২টায় হাপ্রসাদ বিতরণ ও হরিও কীর্ত্তন। সন্ধ‌্যা সা‌ড়ে ৬টায় শান্তিবাচনের মাধ্যমে দুই‌দিনব‌্যাপী উৎস‌বের শুভ সমাপ্তি।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম