চাঁদপুর অভয়াশ্রম এলাকায় আটক ২৬৭ জেলের কারাদন্ড

ফাইল ছবি।

চাঁদপুর: ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে এবং জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাসের অভিযানে ১ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত জেলা টাস্কফোর্সের অভিযানে আটক ২৬৭ জেলেকে কারাদন্ড দেয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনায় জাটকা ধরার অপরাধে তাদেরকে ১১৩টি পৃথক ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

রবিবার (০৯ এপ্রিল) বিকেলে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে ইলিশ অভয়াশ্রম পরিচালিত অভিযানের লিখিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্যে জানাগেছে, চাঁদপুর সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলার পদ্মা-মেঘনা উপকূলীয় এলাকায় জাটকা রক্ষায় অধিকর অভিযান পরিচালিত হয়। এর মধ্যে ১ মাস ৮ দিনে ৫৩৩টি অভিযান, ১১৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব অভিযানে ৩৭.৫৬১ মেট্টিক টন জাটকা, অন্যান্য মাছ ০.১১৭ মেট্টিক টন, ইলিশ জাল ০.২০০ লাখ মিটার, কারেন্টজাল ৫৬.১১৫ লাখ মিটার ও অন্যান্য ৩৯টি জাল জব্দ করা হয়।

এসব ঘটনায় মামলা হয়েছে ২৬১টি। অপ্রাপ্ত বয়স্ক জেলে আটকের ঘটনায়সহ আইনী পক্রিয়ায় জরিমানা আদায় করা হয়েছে ০.৮৪৫ টাকা।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান জানান, মার্চ-এপ্রিল দুই মাস জেলেরা জাটকা ধরা থেকে বিরত থাকার জন্য জেলা টাস্কফোর্স সচেনতনামূলক সভা করেছে। তাদেরকে খাদ্য সহায়তা হিসেবে চাল দেয়া হয়েছে। এরপরেও তারা আইন অমান্য করে জাটকা নিধন করায় জেলা-জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে মৎস্য বিভাগ, কোস্টগার্ড, নৌ-বাহিনী, নৌ-পুলিশ দিন ও রাতে জাটকা রক্ষায় অভিযান অব্যাহত রেখেছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম