চাঁদপুর অনূর্ধ্ব-১৮ জেলা ক্রিকেট দলের জার্সি উম্মোচন

চাঁদপুর : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে চট্টগ্রামের শুরু হবে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ক্রিকেট প্রতিযোগিতা। প্রতিযোগিতায় চাঁদপুরসহ বিভাগের ১১ জেলা অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ উপলক্ষে চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের জার্সি উন্মোচন করা হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে খেলোয়াড়দের উপস্থিতিতে জার্সি উন্মোচন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, সকলকে ধারাবাহিকভাবে ক্রিকেট খেলা চালিয়ে যেতে হবে। চাঁদপুরে ক্লেমন ক্রিকেট  একাডেমির অনেক খেলোয়াড়ই  জাতীয় ক্রিকেট দলসহ বিভিন্ন দলে খেলছেন। সহসাই ক্রিকেটারদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট চালু করা হবে।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মোস্তাফিজুর রহমান,  জেলা ক্রীড়া অফিসার মো. রফিকুল ইসলাম,  ক্রীড়া সাংবাদিক ইয়াসিন আরাফাত ইকরাম, ক্রিকেট কোচ সোলেমান,  ক্রিকেট   কোচ পলাশ কুমার সোমসহ দলের ক্রিকেটাররা এ সময় উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসকসহ অন্যান্যরা স্টেডিয়ামের ক্রিকেট পিচ সহ  খেলার ব্যাপারে বিভিন্ন আলোচনা করেন। চাঁদপুর জেলা ক্রিকেট দল এ টুর্নামেন্টে নোয়াখালী, খাগড়াছড়ি ও কুমিল্লা  জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের সাথে অংশ নিবেন।  গত এক সপ্তাহ ধরে চাঁদপুরের স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করছেন বয়স ভিত্তিক এই ক্রিকেটাররা।

চাঁদপুর অনূর্ধ্ব-১৮ এর দলের খেলোয়াড়রা হলেন- সালমান জাহান মিয়াজি, সাহেদ আফ্রিদি, মাহমুদুল হাসান নোমান, রাতুল  দাস, মুশফিক  হাসান আয়ান, সিয়াম, ইনজামাম, নাবিল, ইলিয়াস,  আল-আমীন, মারিন, রনি, নাফি, শামীম, রাফিদ হাসান রুদ্র, অনিমেষ কর, জিহাদ গাজী,  ইমতিয়াজ আইমন। কোচ : পলাশ কুমার সোম।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম