চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নির্বাচিক জেলে গ্রামের ৩০ মৎস্যজীবি গ্রুপের ৯০ জেলেদের মাঝে ৩০ টি বৈধ সুতার জাল বিতরণ করা হয়।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসব জাল বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।
এ সময় সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ জামিল হোসেন, চাঁদপুর কান্ট্রি ফিসিং বোট মালিক সমিতির সভাপতি মোঃ শাহ আলম মল্লিক, চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবি লীগ সভাপতি মোঃ মালেক দেওয়ান, জাতীয় মৎস্যজীবি সমিতি চাঁদপুর জেলার যুগ্ম সম্পাদক মোঃ তছলিম বেপারীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও মৎস্যজীবিরা।
ফম/এমএমএ/