চাঁদপুর: চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্কন ও সাংস্কৃতিক কর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে ৮দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব -২০২৫ -এর শুভ উদ্বোধন করা হয়েছে।
চাঁদপুর সাংস্কৃতিক অঙ্গনের আয়োজনে শুক্রবার (২০ জুন) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে মিলনায়তনে এ আয়োজন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশ। উৎসব পরিচালনা পরিষদের মহাসচিব এবং স্বরলিপি নাট্য দলের সভাপতি এম আর ইসলাম বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন, প্রধান সমন্বয়কারী এবং নতুন করে ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা এডভোকেট নুরুল হক কমল, উৎসব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং নতুন কুঁড়ির প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট আবুল কালাম সরকার, উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব এবং শিশু থিয়েটারের সভাপতি পিএম বিল্লাল।
সান্ধ্যকালীন পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামি চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া। সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট মোঃ নুরুল হক কমলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান, সহকারী পিপি এডভোকেট আব্দুল কাদের খান।
উদ্বোধনী দিনে ওল্ড ইজ গোল্ড নামে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে নতুন কুড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন। ৮ দিনে সাংস্কৃতিক উৎসবে ২৫টির অধিক সংগঠন সাংস্কৃত অনুষ্ঠান পরিবেশন করবে।