শনিবার (১৩ জুলাই) সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি বলেন, প্রতি বছরের মতো এবারো উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। এ জেলার মানুষের মাঝে বৃক্ষরোপণে সচেতনতা সৃষ্টি করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। এসময় গাছের গুরুত্ব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীসহ অভিভাবকরা বেশি বেশি গাছ লাগানো আহ্বান জানান তিনি।
এসময় কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ডঃ মোঃ সাফায়েত আহমেদ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে দর্শনার্থী ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি এবং দর্শনার্থীরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবছর মেলায় মোট জেলার ২২ টি স্টল অংশগ্রহণ করেন।