চাঁদপুর: চাঁদপুর জেলায় কর্মরত বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা ও ২০২২-২০২৩ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) চাঁদপুর সার্কিট হাউজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা সনদপত্র, ক্রেস্ট ও সম্মানি তুলে দেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া সেল) এ. আর.এম. জাহিদ হাসান।
বিজ্ঞপ্তিতে বলা হয়-সোনার বাংলা গড়ার প্রত্যয়, সুখী-সমৃদ্ধ সোনার বাংলার রূপকল্প এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষ্যে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মত চাঁদপুর জেলা ও উপজেলা প্রশাসনে প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে শুদ্ধাচার কর্ম-পরিকল্পনা। শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদান করতে নিয়মিত প্রদান করা হচ্ছে পুরস্কার।
সেই ধারবাহিকতায় ২০২২-২০২৩ অর্থ বছরে চাঁদপুর জেলা ও উপজেলা প্রশাসনের ৬জন বিভিন্ন গ্রেডের কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা ২০২১ অনুসারে চাঁদপুরে পুরস্কার প্রাপ্তদের মধ্যে রয়েছেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী, জেলা প্রশাসক কার্যালয়ের উপ-প্রশাসনকি কর্মকর্তা মোছলেহ উদ্দিন মজুমদার, উপজেলার সার্ভেয়ার তানিয়া আক্তার, জেলার ফটোকপি মেশিন অপারেটর নিমাই চন্দ্র দাস ও অফিস সহায়ক চন্দন দেবনাথ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা সনদপত্র, ক্রেস্ট ও এক মাস সমমানের সম্মানি তুলে দেন প্রধান অতিথি। এতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/