চাঁদপুর : তীব্র দাবদাহ ও হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে বাংলাদেশ ছাত্রলীগ ও সমাজ কল্যানমন্ত্রী ডাঃ দীপু মনি এমপির নির্দেশনায় খেটে খাওয়া দিন মজুর ও পথচারীদের মাঝে ক্যাপ, খাবার স্যালাইন ও সুপেয় পানি বিতরণ করেছেন চাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরাফাত সানি ।
রবিবার (৯ জুন) সকালে চাঁদপুর শহরের শপথ চত্বর মোড় ও আশপাশের এলাকায় ৫ শতাধিক রিক্সশা চালক, ভ্যান চালক, দিন মজুর ও পথচারীদের মধ্যে ক্যাপ, খাবার স্যালাইন ও সুপেয় পানি বিতরন করা হয়।
তীব্র এই গরমের মধ্যে ছাত্রলীগ নেতা আরাফাত সানি’র দেওয়া ক্যাপ, খাবার স্যালাইন ও সুপেয় পানি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রিকশাচালক সোহাগ, মিজান ও ভ্যান চালক আল আমিন বলেন এই গরমে শরীর না চললেও পরিবারের খরচ চালাতে গরম উপেক্ষা করে বাধ্য হয়েই রিকশা চালাতে হচ্ছে। কেউ আমাদের কথা চিন্তা করে ক্যাপ, স্যালাইন ও পানি দেবে ভাবতে পারি নাই। এই মহৎ উদ্যোগে আমাদের মতো অনেক রিকশা ও ভ্যানচালক ভাইয়েরা অনেক উপকৃত হবে। আমরা মন থেকে আরাফাত সানি ভাইয়ের জন্য দোয়া করি।
এসময় পৌর ছাত্রলীগ নেতা আরাফাত সানি গণমাধ্যমককে বলেন, আসলে সাধারণ মানুষের জন্য কিছু করতে পারলে নিজেদের খুব সফল মনে হয়। আমাদের ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠন, তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যে নির্দেশনা, ছাত্রলীগ সমাজের কাজে, মানুষের প্রয়োজনে, দেশের যে কোন ক্রান্তি লগ্নে নিজের জীবন বাজি রেখে ছিল আছে এবং থাকবে।
সানি বলেন, আমরা চাঁদপুরের উন্নয়নে রূপকার আলহাজ্ব ডাঃ দীপু আপার কর্মী আপার থেকে শিখেছি, কিভাবে মানুষের সাথে সহজে মিশে যেতে হয়, কিভাবে গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হয়, এই বাসনায় উজ্জীবিত হয়ে আমার ছাত্রলীগের ভাইদের সাথে নিয়ে এইআয়োজন করেছি ।
তিনি আরো বলেন, ছাত্রলীগ করার মূল উদ্দেশ্য শুধু আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং করাই না। ছাত্রলীগ মানে দেশ ও জাতির কল্যাণে, মানবিক কাজ করাই ছাত্রলীগ। দেশবাসী সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে এভাবে ছাত্র রাজনীতির পাশাপাশি সমাজের অসহায় মানুষের মাঝে, নিজেদেরকে বিলিয়ে দিতে পারি।
এসময় চাঁদপুর জেলা ছাত্রলীগ সহ সম্পাদক লিও রাসেল হোসাইন, বাগাদী ইউনিয়ন ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জহির গাজী, বাগাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল, মৈশাদী ছাত্রলীগ সহ-সভাপতি নাসির উদ্দিন পাঠান, পৌর ছাত্রলীগ নেতা মোঃ তানভীর হাসান, পৌর ছাত্রলীগ নেতা মাহাবুর বাবু, সিয়াম পাটোয়ারী, মো. তানভীর হাসান. ৮নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ রিমন, তানভীর, সাকিব, অনিকসহ বিভিন্ পয়াে য়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/