চাঁদপুর : অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরীসহ ভোক্তা অধিকার লঙ্ঘন করায় চাঁদপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার কাজীর বাজার, মুন্সিরহাট ও সফরমালি বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
তিনি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ সদর উপজেলার কাজীর বাজার, মুন্সিরহাট ও সফরমালি বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরী, মূল্য তালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় সিয়াম বিস্কুট ৪ হাজার টাকা, রাফি স্টোর ৩ হাজার টাকা, মিজান স্টোর ৪ হাজার টাকা, মিম ফার্মেসীকে ১হাজার টাকাসহ সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব এলাকায় অভিযানের সময় ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর আনসার ব্যাটালিয়ন সদস্যরা। ভোক্তার অধিকার রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/