চাঁদপুর : ওষুধ আইনের দুটি ধারায় ক্রেতাদেরকে ভাউচার না দেয়া ও নিবন্ধন ছাড়া ওষুধ পাওয়ায় চাঁদপুর শহরের ৪টি ফার্মেসীকে ৫হাজার ৫০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে শহরের কালিবাড়ী এলাকায় এসব ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন যৌথভাবে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী ও নিগার সুলতানা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী জানান, ওষুধ আইন লঙ্ঘন করায় আজ বিকেলে শহরের কালিবাড়ী এলাকার প্রীতম ফার্মেসীকে ১৫০০টাকা, হক ফার্মেসীকে ১০০০টাকা, মা ড্রাগ এন্ড সার্জিক্যাল হাউজকে ১৫০০টাকা এবং নীলকমল মেডিকেল হলকে ১৫০০টাকা জরিমানা করা হয়। একই সময় এসব ব্যবসায়ীদেরকে পরবর্তী সময়ের জন্য সতর্ক করে দেয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক ফোয়ারা ইয়াছমিন। সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস পুলিশ টিম।
ফম/এমএমএ/