চাঁদপুর: চাঁদপুরে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ ৪৮টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) চাঁদপুর সার্কিট হাউজে সার্কিট হাউজ মিলনায়তনে জেলার ৪৮ টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সর্বমোট ১৮.৪৮ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তর এর উপপরিচালক রজত শুভ্র সরকার ও স্বাধীনতা পদক প্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী প্রমুখ
ফম/এমএমএ/